
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নারীকর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে টুঙ্গিপাড়ার ৫টি ইউনিয়নের ৫১ জন নারী কর্মীদের মাঝে প্রায় ৬৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান প্রমুখ।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]