প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল মাদারীপুরের ডাসার উপজেলার সোহেল হাওলাদার নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বাড়ি দখল হওয়ার খবরে জেলাজুড়ে শুরু হয় আলোড়ন। বিষয়টি নজরে এলে নড়েচড়ে বসে প্রশাসনও।
পরে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন বাড়িটি দখলমুক্ত করে।
মঙ্গলবার দুপুরে দখল হওয়া ভিটায় যায় প্রশাসন। সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তাদের আসার খবরে মালামাল নিয়ে পালিয়ে যান অভিযুক্ত বিএনপি নেতা। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত বিএনপি নেতা।
দখলে অভিযুক্ত সোহেল হাওলাদার কালকিনি উপজেলা (বর্তমানে ডাসার উপজেলা) বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক। তার বাড়ি কাজীবাকাই ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায়।
এদিকে দুই বাংলার জনপ্রিয় প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা দখল হওয়ার ঘটনায় দায়ী বিএনপি নেতার বিচার দাবি করেছেন জেলার কবি, সাহিত্যিক ও লেখকরা।
সাহিত্যিক পত্রিকা গপ্পো’র সম্পাদক মাসুদ সুমন বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা শুধু দখলমুক্ত করলেই হবে না, এই ঘটনায় জড়িত বিএনপি নেতাকে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারো অন্য কেউ বাড়িটি দখলের সাহস করবে।
গল্পকার, সাহিত্যিক ও সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক বলেন, এর আগেও বেশ কয়েকবার সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা দখল হয়েছিল। প্রশাসন তা উদ্ধারও করে। কিন্তু কখনই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয় না। এজন্য বার বার এমন ঘটনা ঘটে। এ বিএনপি নেতার বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা নিলে পরে অন্যরা দখল করার চিন্তা মাথায়ও আনবে না।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]