
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু হাসপাতালের সামনে ব্যাটারি চালিত অটো রিকশা থেকে পরে তানিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে মারা যান তিনি।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফুল ইসলাম জানান। আজ বিকেলের দিকে ওই নারী ব্যাটারিচালিত অটোরিকশা যোগে যাওয়ার পথে রিক্সা চালক ব্রেক চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটো থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে স্বজনেরা খবর পেয়ে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে এসে ওই নারীর মরদেহ দেখতে পান।
নিহতের ননদ ফাতেমা আক্তার জানান, আমার ভাবি বাগেরহাট গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ছিলেন, আমার ভাই মোহাম্মদ হাসিবুদ্দিন বঙ্গবন্ধু হাসপাতালে স্টাফ, আজ বিকেলে তিনি হাজারীবাগ বাসা থেকে বঙ্গবন্ধু হাসপাতালে আমার ভায়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন তার সাথে শিশু কন্যা তার মায়ের কোলে ছিল। তখন অটোরিকশার ব্রেক ফেল করে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রিকশা থেকে হুমড়ি খেয়ে পড়ে গুতর আহত হন, অল্পের জন্য রক্ষা পায় তার কোলে থাকা শিশুটি। পরে পথচারীরা ঢাকা মেডিকেল নিয়ে আসলে মারা যান তিনি।
তিনি আরও বলেন, আমার ভাবির বাড়ি বাগেরহাট জেলার, মোল্লারহাট থানার কাহালপুর গ্রাম। তার স্বামী মোহাম্মদ হাসিবুদ্দিন (হাসিব) দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন তিনি। বর্তমানে হাজারীবাগ বিজিবি ১ নং গেটের সামনে একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]