বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন আরা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চার সন্তানের জননী রওশন আরা বেগম ওই গ্রামের মো. হাসান শেখ ওরফে মান্দার শেখের স্ত্রী।


পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বসতবাড়ির পাশ্ববর্তী গোয়ালঘর পরিস্কার করতে মোটরের পানির উঠানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রওশন আরা বেগম। তার পুত্রবধূ বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, হাতপাতালে আসার আগেই রওশন আরা বেগমের মৃত্যু হয়েছে।


বিবার্তা/মিলু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com