জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৪
জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে জাতীয় সংগীত পরিবেশন ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দিতে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস মাঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানায় হাজারও শিক্ষার্থী। পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।


এসময় জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজুল করিম রিয়াজ, কাজী সাকিব, সাদমান সাকিব শুভ, পৌর ছাত্রলীগের সদস্য হিমেল আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সদস্য কাজী বাপ্পী বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, জাতীয় সংগীত কারো দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। কোন ভাবেই জাতীয় সংগীত পরিবর্তন করতে দেয়া হবে না। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবী জানানো হয়।


বিবার্তা/শান্ত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com