
ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামি আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী স্টেশনে এসে এ্যান্টিবায়োটিক বোল্ট (নাট) ভেঙ্গে যাওয়ায় দেড় ঘন্টা বিলম্বের পর ছেড়ে গেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার সময় রাজবাড়ী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে সকালে ঢাকা থেকে ছেড়ে এসে সকাল এগারোটার সময় রাজবাড়ী স্টেশনের দুই নম্বর প্লাট ফর্মে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামি সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী স্টেশনে আসলে নিয়মিত চেকিং করার সময় দেখা যায় পিছনের তিনটি বগির আগের বগির বাম পাশের চাকার পাশে থাকা এ্যান্টিবায়োটিক বোল্ট ( নাট ) ভেঙ্গে গেছে।
এ সময় রেলেরে মেরামতকারীরা সোয়া ঘন্টার চেষ্টায় নাটটি পরিবর্তন করতে সক্ষম হয়। পরে বেলা সাড়ে বারোটার সময় ট্রেন আবার ছেড়ে যায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি।
বিবার্তা/মিঠুন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]