নরসিংদীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬
নরসিংদীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর নবাগত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।


৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।


গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য তিনি পুলিশকে জনতার আস্থার প্রীতিকে পরিণত করতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণকে প্রদত্ত সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের অভ্যন্তরীণ শৃংখলা নিশ্চিত করা হবে এবং যে কোন প্রকার দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা প্রদর্শণ করা হবে। পুলিশের কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুলিশকে যেমন সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ঠিক তেমনিভাবে সমাজের সকল অংশীজনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


মতবিনিময় সভায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, মোর্শেদ শাহরিয়ার, মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, হুমায়ুন কবীর শাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক আহবায়ক বেনজির আহমেদ বেনুসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com