
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মকুল হালদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকুল হালদার জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।
মকুল হালদারের বন্ধু মান্নান মুন্নী জানান, সকালে পাংশা থেকে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য বের হই। এজন্য আমরা একটি প্রাইভেটকার ভাড়া করি। প্রাইভেটকারের পেছনে মুকুল বসেছিল আর আমি সামনে চালকের পাশে বসা ছিলাম। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে রাস্তায় সিটকে পড়ে মুকুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলেই মুকুলকে বাঁচাতে পারিনি। আমি আর চালক সুস্থ আছি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]