টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩
টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কলেজ ছাত্র তিজাউর রহমান, সিয়াম খান ও আরমান হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা।


২ সেপ্টেম্বর, সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্র রিফাতুল ইসলাম রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের প্রধান সমন্বয়ক ইমরান কবির, নবাব ও লিমন।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। আমরা আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই কোনো লাভ হবে না। যে রূপেই ফিরে আসেন না কেন আপনাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসের জায়গা এ দেশে আর হবে না।


উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল পৌর শহরের সিডিসি ক্লাবের পাশের খালপাড় গলিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হোন বলে জানান আহত শিক্ষার্থী আরমান হোসেন। একই দিনে বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের সময় কয়েকজন বখাটে ত্রাণের অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তিজাউর রহমান ও সিয়াম খানের উপর হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে বলে জানান তিজাউর রহমান ও সিয়াম খান। পরে আশেপাশের লোকজন আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ছাত্রদের ওপর হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় আহত ছাত্রদের পরিবার।


পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com