
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মতবিনিময় করছেন।
১ সেপ্টেম্বর, রবিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। এ পরিস্থিতিতে পুলিশের মনোবল সস্পুর্নভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। পাশাপাশি জনগনের সহযোগিতারও প্রয়োজন রয়েছে। ৫ আগষ্ট পর্যন্ত টাঙ্গাইলে পুলিশের পাশে দাঁড়িয়ে জেলার সাংবাদিকরা যে উদাহারন সৃষ্টি করেছে তা পুলিশ বাহিনী মনে রাখবে বলেও জানান তিনি।
এ সময় টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
উল্লেখ্য, তিনি ২৭ তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরি কালীন সময়ে তিনি এপিবিএন, র্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য তিনি বিপিএম পুরস্কারে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র এবং কন্যা সস্তানের জনক। তার নিজ জেলা বরগুনা।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]