কালীগঞ্জে বিএনপি'র অফিস ভাঙচুরের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ২৩:০৬
কালীগঞ্জে বিএনপি'র অফিস ভাঙচুরের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সাবেক এমপির পিএস, উপজেলার অধিকাংশ ইউপির চেয়ারম্যানসহ ৯৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।


মামলাটি করেছেন কালীগঞ্জ শহরের থানা পাড়ার বাসিন্দা মো. শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম নামে বিএনপির এক নেতা।


২৩ আগস্ট, শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে ওই মামলাটি দায়ের করা হয়। মামলা নং- ৮।


দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকালে এজাহার নামীয়সহ অজ্ঞাত আসামীরা পেট্রোল বোমা, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুর্মুহু বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও পেট্রোল দিয়ে অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দেয়।


এ সময় সন্ত্রাসীদের হামলায় বাদী নিজেসহ আরো কয়েকজন গুরুতর জখম হয়। আসামিদের দেওয়া আগুনে বিএনপির অফিসের ২০০টি চেয়ার ও দরজা, জানালাসহ মোট ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।


কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি'র পক্ষ থেকে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com