
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নড়াইলে কর্মরত সাংবাদিক-জনতা মানববন্ধন করেছে।
২৩ আগস্ট, শুক্রবার বিকালে পুরাতন টার্মিনাল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা, আলমগীর সিদ্দীকি, আজিজুল ইসলাম, মোস্তফা কামাল, হাফিজুল নিলু, উজ্জ্বল খান, সাজ্জাদ হোসেন, এম এম ওমর ফারুক।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষে সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মিডিয়ার উপর হামলা হলে জাতির চতুর্থ স্তম্ব ভেঙ্গে পড়বে। বিগত সময়ে অনেক সত্য তুলে আনা সম্ভব হয়নি, বর্তমান প্রেক্ষাপটে সে রকম কিছু হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করবে।
মানববন্ধনে নড়াইল জেলায় কর্মরত স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]