
নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে ২০ আগস্ট, মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি মো. আমির হোসেন।
এতে উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিরাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মো. হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম তুহিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতিগণ বক্তব্য রাখেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীদের মুখে তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন।
বিবার্তা/আরমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]