ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ২১:৩১
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা।


২০ আগস্ট, মঙ্গলবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।


কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়া, ডেইলি সানের প্রতিনিধি নেছার আহমেদ অংশ নেন।


এছাড়া এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, নিউ নেশান পত্রিকার মো. জুনায়েদ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এখন টিভির প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরো, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আজিম নিহাদ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, আজকের দেশবিদেশ পত্রিকার চিফ রিপোর্টার মাহবুবুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, চ্যানেল এসের প্রতিনিধি আজাদ, বাংলাদেশ প্রতিদিনের কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, বিবার্তার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ফরহাদ, টিটিএন এর আব্দুর রশিদ মানিক, কোহেলিয়া টিভির প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী, আফজারা রিয়া, সিসিএনের আজিমা ইমা, পেনোয়া নিউজের উম্মে হাবিবা সিরু, সাংবাদিক আয়াছুল সিফাত, রাহুল মহাজন, আয়াছ রনি, মো. হোছাইন, লোকমান হাকিম, এসএম রুবেল, আলমগীর হোসাইন, বিজয় ধরসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে।


এর আগে সোমবার (১৯ আগস্ট) দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com