কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১৮:২৪
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। ১৭ আগস্ট, শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে শিশু নিখোঁজের এ ঘটনা ঘটে।


নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে একই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।


ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com