মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফেরাতে দোয়া
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১৫:১০
মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফেরাতে দোয়া
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় শনিবার (১৭আগস্ট) সকাল ১০টায় মোংলার মিঠাখালী ফুটবল মাঠে থানা বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠিত।


এ সময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশে দুর্বৃত্তরা লুটতারাজ চাঁদাবাজি শুরু করেছে। দুর্বৃত্তরা যাতে লুটতারাজ চাঁদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতা কর্মীদের পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে।


যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতা কর্মীদের পাহারা দিতে হবে। দুর্বৃত্তরা যেন সংখ্যা লঘুদের উপর কোন প্রকার অত্যাচার করতে না পারের যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা গিয়ে লুটপাট বা চাঁদা দাবি করে তাহলে তাদের ধরে প্রশাসনের কাছে দিন।


এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মান্নান হাওলাদার, রুস্তুম শেখ, আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক ও বাবুল হোসেন রনি।


পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয়।


বিবার্তাজাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com