
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মে: টন কয়লা নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ এম ভি এজিয়া ইরিনি ফোর্স মোংলা বন্দরে ভিড়েছে।
১৬ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মোংলা বন্দরের হাড়বারিয়া ১২ নং এলাকায় জাহাজ টি নোঙর করে।
জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন কর্মকর্তা হুসাইন ইমাম জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৩ হাজার ৬ শত মে. টন কয়লা নিয়ে জাহাজ টি গত ২৫ জুলাই ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌছায়, পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ২২ হাজার ৬ শত মে. টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।
বাকি ৩১ হাজার মে. টন কয়লা নিয়ে জাহাজটি আজ মোংলা বন্দরে ভিড়েছে। জাহাজটি থেকে সকাল হতে কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]