
নাটোরের গুরুদাসপুরে জেলার একমাত্র সিনেমা হল ‘আনন্দ সিনেপ্লেক্স' ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সিনেমা হলের ভিতরে থাকা দু’টি সার্ভার, দু’টি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করা হয়েছে।
৮ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে 'আনন্দ সিনেপ্লেক্স’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনন্দ সিনেপ্লেক্সের পাশে কয়েকজনকে ঘুরতে দেখা যায়। একটু অন্ধকার হলেই দেশীয় অস্ত্র নিয়ে গেটের তালা ভেঙে সিনেমা হলের ভিতরে প্রবেশ করে তারা।
তারপর প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ভাঙচুর ও লুটপাট। এ সময় তারা দু’টি সার্ভার, দু’টি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
আনন্দ সিনেপ্লেক্সের মালিক মো. আনিসুর রহমান বলেন, আমি তো কোনো রাজনীতি করি না। তবে কেন আমার আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালানো হলো। ভেতরের সবকিছু ভেঙে লুটপাট করা হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]