
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
শহরের কাউতুলি ,টিএ রোড , কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
সড়কের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে সকাল থেকে রাত পর্যন্ত পালন করছে।
এতে সড়কে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। সাধারণ মানুষ ও চালকেরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ট্রাফিক পুলিশ না থাকায় পালাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত দুদিন যাবৎ দায়িত্ব পালন করছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]