
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইল শহরের মহিষখোলা এলাকার দোতলা ভবনের বাড়িটির ভেতরে আর তেমন কিছুই নেই। সে দিন বাড়িটিতে অগ্নিসংযোগের পর চলছিল ব্যাপক লুটপাট।
৭ আগস্ট, বুধবার দুপুরে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফি বিন মোর্ত্তজার দোতলা ভবনের বাড়িটির ভেতরে ঘুরে এমনই চিত্র দেখা গেছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের সংবাদে সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত জনতা মিছিল নিয়ে নড়াইল শহরে বিজয় উল্লাস করতে আসে। এসময় বিক্ষুব্ধ জনতা মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ির দোতলায় আগুন ধরিয়ে দেয়।
মহিষখোলা এলাকার মাশরাফির বাড়ির পাশে এক প্রতিবেশী মহিলা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে কিছু লোকজন মাশরাফির বাড়িতে ঢুকে যে যার মত জিনিসপত্র লুটপাট করতে থাকে। আমরা তাদের বাধা দিতে গেলে ধমক দিয়ে বের করে দেন। পরে তারাসহ অর্ধশতাধিক লোকজন এসে মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সাথে দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা না করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর সাথে আমার বৈঠক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করবো।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]