
কোটা আন্দোলনের বিক্ষোভকারীদের অবরোধের মধ্যে খুলনায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
৪ আগস্ট, রবিবার দুপুর বারোটার দিকে খুলনার শঙ্খ মার্কেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তারা আগুন ধরিয়ে দেয়া বিক্ষোভকারীরা।
এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা সরকারের পতন ও জাতীয় সরকার গঠন নিয়েও বিভিন্ন স্লোগান দেয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই দলে দলে বিক্ষোভকারীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে।
হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি বাসে।
হামলা চালানো হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানকার প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]