
রাঙ্গামাটির বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে গিয়ে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আটকা পড়া প্রায় তিন শতাধিক পর্যটক সাজেক ত্যাগ করছেন।
৪ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করেন পর্যটকরা।
সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারীরা ইন্দ্রজিৎ চাকমা বলেন, আজ সকালে আটকে পড়া পর্যটকরা স্কর্টের মাধ্যমে সাজেক ছেড়েছেন।
সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, গত মঙ্গলবার বিকেল থেকে নতুন করে বৃষ্টি হয়নি। গতকাল সকালে বাঘাইহাট সড়কে জমে থাকা পানিও কমতে থাকায় পর্যটকরা সাজেক ছেড়ে চলে গেছেন। তবে গঙ্গারাম মুখে সড়কের কিছু অংশ পানিতে ডুবে রয়েছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।
বিবার্তা/রিন্টু/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]