
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর রেলগেট এলাকায় কোটা আন্দোলনে অংশ নেন অর্ণব। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দিতে উত্তেজিত হয়ে ধাওয়া দিয়ে অর্ণবকে বেধড়ক পেটান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায়, শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ডান দিক থেকে এসে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অর্ণবকে। এসময় অর্ণব দৌড়ে পালিয়ে যান।
অর্ণবের বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়। তিনি ছাত্রমৈত্রীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা মহানগর বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
বিষয়টি নিয়ে অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে অর্ণবের বাবা সেলিম মনোয়ার জানান, অর্ণব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই অবস্থান করছেন। আন্দোলনকারীদের কয়েকজন ভুল বুঝে আমার ছেলেকে মেরেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করব কি না তা পরে ভেবে দেখব।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]