
নাটোরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন মরিয়ম খাতুন (১৭)। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ওই এলাকায় পাবনা থেকে রাজশাহীগামী রাব্বি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রাজশাহীর চারঘাট উপজেলার সরদা গ্রামের আব্দুর রহমানের মেয়ে মরিয়ম খাতুন (১৭)।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]