
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনার জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
২ আগস্ট, শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সূত্র জানায়, কোটাবিরোধীরা বিকেলে মিছিল নিয়ে নগরীর গল্লামারী এলাকায় পৌঁছান। এসময় তাদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কোটাবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে কোটাবিরোধীরা মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে। শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে কোটাবিরোধীদের সরানো নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এরপর তারা ফের জিরোপয়েন্টে অবস্থান নেন। পুলিশ রূপসা সেতু বাইপাসের দুই পাশে অবস্থান নিয়েছে।
বিবার্তা/তুরান/রোমেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]