
জামায়াতে ইসলামি নিষিদ্ধ ঘোষণার পরেই ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নথিপত্রসহ মূল্যবান মালামালও লুটপাট করে মুখোশধারী দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে পৌর এলাকার যাত্রাবাড়ী এলাকায় মুক্তিযোদ্ধাদের অফিসটি ভাঙচুর করে তারা।
২ আগস্ট, শুক্রবার সকালে মুক্তিযোদ্ধাদের অফিস ভাঙচুরের খবর পেয়ে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙচুর করা অফিসটি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।
এসময় সংসদ সদস্য বেনজীর আহমেদ, ধামরাই থানা পুলিশকে মামলা নিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার করতে কঠোর নির্দেশ প্রদান করেন।
এঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, তদন্ত করে আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
বিবার্তা/বাশার/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]