কালীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৮:৫৩
কালীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল মিয়া (৩২) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান।


নিহত শাকিল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জের একঢালা গ্রামের আবিদ আলীর ছেলে।


এসআই জামিনুর রহমান জানান, রাত ৮টার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নরসিংদী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হন।


এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি থানা হেফাজতে রয়েছে।


এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই এসআই।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com