
পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর সঞ্চালন শীল মেঘমালার কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা ও উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এদিকে সাগরে সৃষ্ট গভীর সঞ্চালন শীল মেঘমালার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলাবন্দর জেটি, পশুর চ্যানেল ও বহীনঙ্গরে সার, কয়লা, গ্যাস,খাদ্য শস্য ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকার এর জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]