
দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
৩১ জুলাই, বুধবার সকালের দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. হোসনে আরা হোসেনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।এছাড়াও সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিম সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় উপজেলা চত্বরে একটি বনজ চারা রোপণ করা হয়। পরে আনছার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ,বনজ ও ভেষজ প্রজাতির ১০৯ টি চারা বিতরণ করা হয়।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]