
নড়াইলে শহরের বাসস্ট্যান্ড হাতির বাগান এলাকা থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কালু গাজী (৩৫) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত কালু গাজী যশোরের বেনাপোলের ছোট আচরা গ্রামের মৃত ছবেদ গাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (৩১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে আসা লিটন ট্রাভেলস বাসে করে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্য আসছিল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেনের নেতৃত্বে (ডিএনসি) দলের সদস্যরা লিটন ট্রাভেলস এ অভিযান চালিয়ে কালু গাজীর কাছে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী কালু গাজীর বিরুদ্বে নড়াইল সদর থানায় হবার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]