
নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ৬৭ জন কারারক্ষী এবং জেলার, জেল সুপারসহ আরো ১০ জন কর্মকর্তা রয়েছেন।
বুধবার নরসিংদী জেলা কারাগারের বর্তমান জেল সুপার শামীম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দায়িত্ব অবহেলার কারণে তাদের বরখাস্তের পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
কোটা আন্দোলনের নামে গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুস্কৃতিকারীরা। দুর্বৃত্তরা জেলখানায় থাকা ৯জন জঙ্গি কে ছিনিয়ে নিয়ে যায় এবং এসময় আরো ৮১৭ জন কারাবন্দী জেল থেকে পালিয়ে যাবার সুযোগ পায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮সহস্রাধিক গুলি এবং প্রায় ১৮ লাখ টাকা। জেলখানাটি পুড়িয়ে ধ্বংস করে দেয়।
এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামীরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ জুলাই) পর্যন্ত দীর্ঘ ১২ দিনে ৫৯৭ জন পলায়নরত কারাবন্দী নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯ টি অস্ত্র ও ১হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]