গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৪:৩৯
গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৩১ জুলাই, বুধবার কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের হেলিপ্যাড সংলগ্ন সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা মৎস্য অফিসে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাহারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাজদার রহমান ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান বক্তব্য রাখেন।
এসময় দেশীয় প্রজাতির মাছ চাষ, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ও রুই মাছের মিশ্র চাষে সফল ৩ জন চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
বিবার্তা/সঞ্জয় /জবা