নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে বরখাস্ত
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ২২:১৪
নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে বরখাস্ত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় জেলা কারাগারের সকল কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।


৩০ জুলাই, মঙ্গলবার নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।


এর আগে গত ২৩ জুলাই নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। পরে সোমবার (২৯ জুলাই) ৬৮ জন কারারক্ষীকেও বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।


কোটা আন্দোলনের নামে গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এতে জেলখানায় থাকা ৯জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮সহস্রাধিক গুলি এবং প্রায় ১৮ লাখ টাকা। জেলখানাটি পুড়িয়ে ধ্বংস করে দেয় দুর্বৃত্তরা।


এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামীরা যাতে আত্মসমর্পণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দীর্ঘ ১১ দিনে ৫৭৫ জন পলায়নরত কারাবন্দি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১ হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/কামাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com