
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিস কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিংগাইর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য কর্মকর্তা মোছা. সাদিয়া রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা ফরমান আলী, ক্ষেত্র সহকারী প্রভাত কুমার সরকার, উপজেলা আইসিটি অফিসার এসএম এমরান, চান্দহর ইউনিয়নের মৎস্য চাষি মো. হুমায়ূন কবির, মৎস্য চাষি মো. হাফিজউদ্দিন দেওয়ান, খায়রুল ইসলাম, ফতুন মিয়া ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় শেষে মৎস্য অফিসার মোছা. সাদিয়া রহমান মৎস্য সপ্তাহ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।
বিবার্তা/হাবিব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]