নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ২০:৫২
নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর কোতয়ালী থানার মোল্যাপাড়া গ্রামের সলেমান শেখের ছেলে মফিজুর রহমান ও খুলনা শহরের খানজাহান আলী থানার পাড়িয়াডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে হযরত শেখ। দণ্ডপ্রাপ্ত হযরত শেখ পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এ রায় দেন।


আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মফিজুর রহমান ২০১৩ সালের নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার সিতারাপপুর এলাকায় ২৩ বোতল ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়। ২০১২ সালে সদর উপজেলার চাঁচড়া এলাকায় বাসে তল্লাশির সময় হযরত শেখ ২২ বোতল ফেন্সিডিলসহ আব্দুুল বাবু নামে তার এক সহযোগীসহ ডিবি পুলিশ তাদের আটক করে। উভয় ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


মামলার বিচারকাজ চলাকালে এক পর্যায়ে জামিনে মুক্ত হয়ে আসামি হযরত শেখ পালিয়ে যায় এবং তার সহযোগী আব্দুল বাবু মারা যায়। আদালত পরে বাবুকে মামলা থেকে অব্যাহতি দেন।


দুটি মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্য মামলায় আসামি হযরত শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরিফুল/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com