
‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নড়াইল জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই, মঙ্গলবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম বদরুজ্জামান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, মৎস্য খামার ব্যবস্থাপক সেকেন্দার আলী, সহকারি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাজীব জামান রাজু প্রমুখ।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম বদরুজ্জামান বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে। পরে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষী, উদ্যোক্তাকে পুরষ্কার প্রদান করা হবে।
বিবার্তা/শরিফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]