
বাগেরহাটের ফকিরহাটে বড় বোনের সাথে পুকুরে গোসল করতে গিয়ে শারমিন আক্তার (৭) নামের এক শিশুকন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
২৯ জুলাই, সোমবার দুপুরে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা শারমিন আক্তার মোংলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে। তিনি ফকিরহাট আট্টাকী এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে নিহত শারমিন তার বড় বোন মীম খাতুনের সাথে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে গোসল করতে আসেন। এসময় শিশু শারমিন আক্তার পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। বড় বোন সাঁতার না জানার ফলে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চতি করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]