
নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামে সাপের ছোবলে আমেনা খানম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
২৯ জুলাই, সোমবার সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আমেনা খানম উপজেলার সালামাবাদ ইউপির বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের মেয়ে ও কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, আমেনা খানম রবিবার রাতে খাটের উপর ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত ১টার দিকে তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন টের পেয়ে সাপের বিষ নামানোর জন্য আমেনাকে নিয়ে উপজেলার বাবুপুর গ্রামের মোকসেদ কেরানীর ছেলে নাজমুল হোসাইন ওঝার কাছে যায়। নাজমুল হোসাইন আমেনাকে না দেখে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। রাত তিনটার দিকে আমেনাকে স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে তার চিকিৎসা শুরু হয়। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সংযুক্তা রায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]