
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
১৬ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী মো. মতিন মন্ডল গোডাউন থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের সামনের মাঠে উদ্ধার করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারুয়া বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাসিবুল হাসান।অভিযানে নারুয়া বাজারের মতিন মন্ডলের ৩টি গুদাম থেকে ৩২৯টি চায়না দুয়ারী ও ৩৯৩ টি কারেন্ট জাল জব্দ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা হালিম সরদার জানান, অভিযানে ১৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মো: মতিন মন্ডল কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]