সিংড়ায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৪:২৬
সিংড়ায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় খাজুরা ইউনিয়নের একদিনতলা থেকে ঢাকরবাড়ী পর্যন্ত ৪ কিলো ৭০ মিটার ও মানিকচাপড় গ্রামে ২০০মিটার পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।


নির্মিত ৪কিলো ৭০মিটার এ রাস্তায় পুরাতন ইট ও বালি রাস্তার এক পাশে সরিয়ে রেখে রাতের অন্ধকারে পুনরায় ব্যবহার করা হচ্ছে এবং ২০০মিটার রাস্তার প্রথম ধাপে সাফবেজে রুলার ব্যবহার না করে ডাব্লিউ বিএম এর নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।


এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজশে এসব করছে ঠিকাদার। অবিলম্বে রাস্তায় এসব নিম্নমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অধীনে ২৩-২৪ অর্থ বছরে ২০০মিটার ১৪ লক্ষ ও ৪.৭০মিটার ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মহির উদ্দিন।


এলাকাবাসী আরো বলেন, সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রকল্পগুলোতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তা গুলো ভেঙ্গে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুউপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্দের অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীদের।


এই কাজ গুলো দেখাশোনার দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন সিংড়ার দুই উপ- সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও রহমত আলী। তাদের সাথে এই অভিযোগের বিষয়ে তারা বলেন, আপনার সাথে ঠিকাদার প্রতিষ্ঠান কথা বলবে। এই বলে পাশ কাটিয়ে যায় তারা।


এদিকে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া যায়নি।


উপজেলা প্রকৌশল এলজিইডি আহম্মেদ রফিক বলেন, ল্যাব টেস্টের জন্য সিম্পল পাঠিয়েছি। রেজাল্ট না আশা পর্যন্ত কোনো কিছু বলতে পারবো না।


বিবার্তা/রাজু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com