চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ২৩:৪৯
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে এক নারী ও নাচোল উপজেলায় ২ জন বজ্রপাতে নিহত হয়।


মৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে আমারক গ্রামের পরশ রায় ওরফে পটলের স্ত্রী কমলা রানী (৫০), নাচোল উপজেলার ঝলঝলিয়া গ্রামের আখের আলীর ছেলে ওসমান গনী (৩২) ও গোমস্তাপুর উপজেলার ভোজনাথপুর বাঙ্গাবাড়ী এলাকার মনতাজ আলীর ছেলে উজ্জল (৫০)।


নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিকেলে নাচোলের ঝলঝলিয়া এলাকায় বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় ওসমান গনি।


একই সময় নাচোলের কামার জগদইল দিঘি পাড়ায় অন্যের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয় উজ্জ্বল। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


এদিকে গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমারক গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে কমলা রানী নামে একজন মারা যায়।


বিবার্তা/সিফাত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com