রাজশাহীতে হেরোইনসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ২২:০৪
রাজশাহীতে হেরোইনসহ গ্রেফতার ৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।


গ্রেফতারকৃত হলেন- মো. ইউনুস আলী (৪৫), মো. ইসাহাক আলী বিপ্লব (৩৫) ও মো. ইমান আলী (১৯)।


মো. ইউনুস আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে, মো. ইসাহাক আলী বিপ্লব একই এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে এবং মো. ইমান আলী একই এলাকার মো. ইউনুসের ছেলে।


ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই মাহাবুব আলম ও ফোর্সসহ ১১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী মহিষালবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন।


এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মহিষালবাড়ী গ্রামের অভিযুক্ত মো. ইউনুস আলীর পাকা বসতবাড়ির ভিতর আঙ্গিনায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি, ডিবি, মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলম ফোর্সসহ ডিবি পুলিশের একটি দল সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে।


এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো. ইউনুস আলীর দেহ তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।


প্রসঙ্গত উল্লেখ্য, ওপর দুইজন অভিযুক্ত মো. ইসাহাক আলী বিপ্লব ও মো. ইমান আলীকে সহযোগী আসামি হিসেবে গ্রেফতার এবং ১ নম্বর অভিযুক্ত ও ২ নম্বর অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।


বিবার্তা/রানা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com