নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৪:৪৮
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘অর্ন্তভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নড়াইল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ,কে,এম সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. প্রশান্ত মল্লিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিব, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ প্লাবন,কালিয়ার মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. এ এইচ এম নূরুশ সাফী প্রমুখ।


আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com