
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। নিহত পারুল বেগম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান কচির স্ত্রী।
৯ জুলাই, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
জানা যায়, এদিন বিকালে গোসল শেষে বাড়ির ভেতরে আসেন পারুল বেগম। এসময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/ইমি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]