
খাগড়াছড়ি পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
৮ জুলাই, সোমবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
নতুন অর্থ বছরে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১১৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৬১৫ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬০৮ টাকা। নতুন বাজেটে গৃহ ও ভূমির উপর কর বাড়ানো হয়নি।
মশক নিধন ও কোভিড ১৯ মোকাবেলায় সমাপনী অর্থ বছরের সাথে মিল রাখা হয়েছে। বেড়েনি বরাদ্দ। উন্নয়ন ও সংস্কার মেরামত খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]