
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৮ জুলাই, সোমবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম।
উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, বনকর্মী হাসান খাঁন, এরশাদ শেখ, বাগান মালি হুমায়ুন কবীর, ইকবাল হোসেন, উপকারভোগী ঝন্টু শেখ, আমিনুর শেখ, লায়লা বেগম, বন বিভাগের ঠিকাদার কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমুখ।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা গ্রামের আকবর শেখের বাড়ি থেকে কুন্দশী গ্রামের জিতেন পালের বাড়ি পর্যন্ত ৫ কি.মি এলাকা জুড়ে সামাজিক বনায়ন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় ৫ হাজার বনজ, ফলজ ঔষধি বৃক্ষরোপণ করা হবে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]