
টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ জুলাই, রবিবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিতরণকালে উপস্থিত ছিলেন ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নারগিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম দিদারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিতরণী অনুষ্ঠানে অর্জুনা ইউনিয়নসহ অন্যান্য এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৪শ প্যাকেট বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি মসলাসহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়।
বিবার্তা/বাবু/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]