
কক্সবাজারের দরিয়ানগরে হাতির আক্রমণে মনির আলম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে দরিয়ানগর বড়ছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দরিয়ানগর, সৈকতের হিমছড়িসহ বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছে একটি হাতি। বিভিন্ন সময় খাবারের সন্ধানে ক্ষেত খামারে হামলাও চালিয়েছে হাতিটি।
বৃহস্পতিবার রাতে মাছ বিক্রি করে বাসায় ফেরারপথে দরিয়ানগর ভেটেরেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে কবরস্থানের পাশে হাতির কবলে পড়ে। এসময় তাকে পায়ে পিষ্ট করে ও গাছে ধাক্কা দিয়ে আহত করে হাতিটি। পরে হাতিটি পালিয়ে যাওয়র স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকে দরিয়ানগর এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবী, খাবারের সন্ধানে দীর্ঘদিন ধরে হাতিটি লোকালয়ে হানা দিলেও বনবিভাগ কোন ধরণের পদক্ষেপ নেয়নি।
বিবার্তা/ফরহাদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]