
ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা থেকে ৪০০ পিছ ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
৩ জুলাই, বুধবার বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চনপুর এলাকার মৃত অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে অমল কুমার বিশ্বাস ও তার ছেলে দিপু কুমার বিশ্বাস।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকায় একটা দোকানের সামনে মাদক কেনাবেচা হচ্ছে। সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আমল কুমার বিশ্বাস ও তার ছেলে দিপু কুমার বিশ্বাসকে ৪০০ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]