
দ্বিতীয় দফায় আবারও কর্মবিরতি করছে ঝিনাইদহের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে কর্ম বিরতিপালন করছে।
মঙ্গলবার (২ জুলাই) সকালে রাওতাইল পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। এতে জেলার ৬ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক’শ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
এতে পল্লীবিদ্যুতের এজিএম হাবিবুর রহমান, রেজাউল করিম, মোস্তাক আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তারা।
বক্তরা এ সময় বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হতে হয় তাদের। এসব বৈষম্য ও অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবি করেন তারা।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]